ঢাকা: গত ২৬ মার্চ বায়তুল মোকাররম মসজিদে সহিংসতার ঘটনায় হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সহ-দফতর সম্পাদক ও ইসলামী ছাত্র সমাজের সাধারণ সম্পাদক ইহতেশামুল হক সাখীকে জিজ্ঞাসাবাদের জন্য ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ রিমান্ডের এই আদেশ দেন।
২০১৩ সালে হেফাজতের সমাবেশকে ঘিরে সহিংসতার ঘটনায় পল্টন থানার দায়ের করা মামলায় গত ২৩ এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
সেই রিমান্ড শেষে বুধবার এহতেশামকে আদালতে হাজির করে ফের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। তার পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল পূর্বক জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
গত ২২ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে এহতেশামকে রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, পল্টন থানায় নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে নাশকতার সঙ্গে জড়িত থাকার তথ্যও রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২১
কেআই/এইচএডি/