ঢাকা: ২০১৩ সালের রাজধানীর পল্টন থানার দায়ের করা নাশকতার মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির আহমদ আবদুল কাদেরকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইয়াসমিন আরা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২৫ এপ্রিল আহমদ আবদুল কাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন অপর একটি আদালত। সেই রিমান্ড শেষে শুক্রবার তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জেলহাজতে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক তাজুল ইসলাম। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২৪ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর আগারগাঁও থেকে আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
জানা গেছে, সম্প্রতি পল্টন থানায় নাশকতার মামলার অন্যতম আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তিনি ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নাশকতার মামলারও অন্যতম আসামি।
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
কেআই/আরবি