ঢাকা: গত ২৬ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সংঘর্ষের মামলায় হেফাজতে ইসলামের নেতা ফয়সাল মাহমুদ হাবিবীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (২ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
গত ২৯ এপ্রিল ফয়সাল মাহমুদ হাবিবীর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত। সেই রিমান্ড শেষে রোববার তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২৯ এপ্রিল রাজধানীর ডেমরা থেকে বিকেল ৪টার দিকে মুফতি ফয়সাল মাহমুদ হাবিবীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, এপ্রিল ০২ মে, ২০২১
কেআই/এএ