ঢাকা: ঢাকার কামরাঙ্গীরচরে জাল টাকা বানানোর কারখানায় অভিযান চালিয়ে গ্রেফতার দুই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারসহ তিনজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (০৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী রিমান্ডের এই আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- ইমাম হোসেন, পিয়াসউদ্দিন ও জীবন ব্যাপারী।
এদের মধ্যে ইমাম হোসেন বরিশাল পলিটেকনিক থেকে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা করেছেন। ইমাম নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। অপর আসামি পিয়াস বরিশাল সরকারি পলিটেকনিক কলেজ থেকে পাওয়ারের ওপর ডিপ্লোমা করেন।
মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। আসামিদের পক্ষে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।
রোববার (০২ মে) বেলা সোয়া ১১টার দিকে তাদের রাজধানীর কামরাঙ্গীরচর থেকে আটক করে ডিবি পুলিশ।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মে ০৩, ২০২১
কেআই/এইচএডি/