ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ধামরাইয়ে সৎ মেয়েকে ধর্ষণ: আসামিকে জামিন দেননি হাইকোর্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, মে ৩, ২০২১
ধামরাইয়ে সৎ মেয়েকে ধর্ষণ: আসামিকে জামিন দেননি হাইকোর্ট

 ঢাকা: ঢাকার ধামরাইয়ে ১০ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগের মামলায় সৎ বাবা মোজাহারকে জামিন দেননি হাইকোর্ট।
 
সোমবার (৩ মে) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ আসামির জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন।


 
আদালতে আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শাহাবুল আলম চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী মাইনুল হাসান।
 
ওই মেয়েকে ধর্ষণের অভিযোগে মোজাহারের বিরুদ্ধে ধামরাই থানায় গত বছরের ২১ মার্চ মামলা করেন তার স্ত্রী।
 
মামলার অভিযোগে বলা হয়, মোজাহার তার দ্বিতীয় স্বামী। প্রথম স্বামী তালাক দেওয়ার পর ওই সংসারের থাকা একটি কন্যা সন্তান নিয়ে ১০ বছর আগে মোজাহারের সঙ্গে বিয়ে হয়। এরপর একটি বেসরকারি কোম্পানিতে চাকরি নেন তিনি। চাকরির কারণে মেয়েকে ঘরে রেখে কর্মস্থলে যেতে হয়। এ সুযোগে তার দ্বিতীয় স্বামী ১০ বছরের মেয়েকে গত ১১ মার্চ ধর্ষণ করে। ধর্ষণের কথা জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
 
পরবর্তীতে মেয়েটি ধর্ষণের ঘটনা তার মাকে বলে দেয়। এর আগেও তাকে এভাবে ধর্ষণ করা হয় বলে মেয়েটি অভিযোগ করে। মামলার পরপরই গত ২১ মার্চ পুলিশ মোজাহারকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, মে ০৩, ২০২১
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।