ঢাকা: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্বিবদ্যালয় শাখার সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লাসহ দু’জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৪ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর ভার্চ্যুয়াল আদালত এ আদেশ দেন।
জামিন নামঞ্জুর হওয়া অপরজন হলেন সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের ক্রীড়া সম্পাদক আরেফিন হোসেন।
এ দু’জনসহ ছাত্র ও যুব অধিকার পরিষদের ১২ নেতাকর্মীকে দুই মামলায় গত ১৯ এপ্রিল দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদ শেষে গত ৩০ এপ্রিল তাদের কারাগারে পাঠানো হয়।
সেই নেতাকর্মীদের মধ্যে প্রেসক্লাবের সামনে গত ২৭ মার্চ পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলায় বিন ইয়ামিন মোল্লাসহ দু’জনের পক্ষে মঙ্গলবার জামিন আবেদন করেন তার আইনজীবী খাদেমুল ইসলাম। রাষ্ট্রপক্ষ থেকে শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিজকম উদ্দিন। শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে আদেশ দেন।
এ মামলায় ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, ঢাবি শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেনসহ মোট ১১ জনকে আসামি করা হয়।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, মে ০৪, ২০২১
কেআই/আরবি