ঢাকা: বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু হানিফ হত্যা মামলার আসামি মো. জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিনাদেশ স্থগিত রেখেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (০৬ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ভার্চ্যুয়াল আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন।
আবু হানিফ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদর বাজারের হেনা গার্মেন্টসের মালিক ছিলেন। তাকে ২০১৬ সালের ৫ জুলাই হত্যার পর কাপুড়িয়া পট্টিতে একটি দোকানের মধ্যে লাশ ঢুকিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী নুরুন্নাহার বাদী হয়ে ওই বছরের ২৫ জুলাই বাগেরহাট ম্যাজিস্ট্রেট আদালতে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রদল নেতাসহ ৬ জনের বিরুদ্ধে নালিশী মামলা করেন। পরবর্তীতে নিহতের লাশ তুলে ডিএনএ পরীক্ষা করা হয়। এরপরের বছর ২ এপ্রিল হত্যা মামলা করা হয়।
এ মামলায় তদন্ত শেষে গতবছর ৬ জুলাই অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে গত বছর ১৪ নভেম্বর জিয়াকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার পর ২৮ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন পান জিয়া।
এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনে আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের দেওয়া জামিনাদেশ স্থগিত করে দেন।
এরই ধারাবাহিকতায় রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে বৃহস্পতিবার শুনানি হয়।
বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, মে ০৭, ২০২১
ইএস/জেআইএম