ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

চট্টগ্রামে সংঘর্ষ: বিএনপি কর্মীর হাইকোর্টে জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, মে ১৮, ২০২১
চট্টগ্রামে সংঘর্ষ: বিএনপি কর্মীর হাইকোর্টে জামিন

ঢাকা: চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকায় কেন্দ্রীয় কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনার মামলায় আবু বকর সিদ্দিক নামের বিএনপির এক কর্মীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৮ মে) বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি এএসএম আব্দুল মোবিনের হাইকোর্ট বেঞ্চ রুলসহ ৬ মাসের জামিন দেন।

আদালতে আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. সোহরাব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল শামীম খান।

গত ২৯ মার্চ পুলিশের সঙ্গে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ডাকে মহানগর বিএনপি। ওই সমাবেশে আগত নেতাকর্মীদের সঙ্গে কাজীর দেউড়ি এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষের মামলায় গ্রেফতার আবু বকর সিদ্দিক হাইকোর্টে জামিন আবেদন করেন।

** চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, আটক ১৫

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মে ১৮, ২০২১
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।