ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

৭ বছরের দণ্ডিত শৈলকুপার সাবেক মেয়র খলিলুরের জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, মে ১৯, ২০২১
৭ বছরের দণ্ডিত শৈলকুপার সাবেক মেয়র খলিলুরের জামিন

ঢাকা: দুর্নীতি ও জাল জালিয়াতির মামলায় সাত বছরের দণ্ডিত ঝিনাইদহ শৈলকুপা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খলিলুর রহমান মণ্ডলকে জামিন দিয়েছেন হাইকোর্ট।  

একইসঙ্গে তাকে দেওয়া অর্থদণ্ড স্থগিত করে মামলার নথি তলব করেছেন উচ্চ আদালত।

সাত বছরের দণ্ডের বিরুদ্ধে আপিল শুনানির জন্য গ্রহণ করে বুধবার (১৯ মে) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের অবকাশকালীন ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. আসাদুজ্জামান।  

গত বছরের ২৯ মার্চ ওই মামলায় তাকে সাত বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেন যশোরের স্পেশাল জজ (জেলা জজ) আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক। পরে তিনি হাইকোর্টে আপিল করেন।

মামলার অভিযোগে বলা হয়, ঝিনাইদহের ৫১ নম্বর শৈলকুপা মৌজার ৫৫৪৫ দাগে ৫ শতক ও ৫৫৪৬ দাগে আরও ৩ শতক মোট আট শতক জমি এসএ রেকর্ড অনুযায়ী খাস জমি। ১৯৭৩ সালের ২৭ ডিসেম্বর খলিলুর ওই জমি ও ভবন সুষমা বালা নামের এক নারীকে দাতা ও নিজে গ্রহীতা হয়ে জাল দলিল করে নেন। ২০০৫ সালে খলিলুর স্বত্ববান দাবি করে সিনিয়র সহকারী জজ আদালতে সরকারকে বিবাদী করে দেওয়ানি মামলা করেন। দলিল সঠিক কিনা তা জানতে চেয়ে আদালত প্রতিবেদন দিতে বলেন জেলা রেজিস্টারকে। তদন্ত প্রতিবেদনে দলিল জাল বলে উল্লেখ করা হয়। এর মধ্যে খলিলুর রহমান দেওয়ানি মামলাটি প্রত্যাহার করে নেন। মেয়র থাকা অবস্থায় খলিলুর রহমান ওই জমির পুরাতন ভবন ভেঙে বহুতল ভবন তৈরি করে ব্যবসা শুরু করেন। খাসজমি জাল দলিলের মাধ্যমে দখলের অভিযোগে ২০০৮ সালের ১৫ আগস্ট পৌর ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল হালিম শৈলকুপা থানায় মামলা করেন।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, মে ১৯, ২০২১
ইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।