ঢাকা: প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের পক্ষে জামিননামা ও পাসপোর্ট দাখিল করা হয়েছে।
রোববার (২৩ মে) দুপুরে তার পক্ষে আইনজীবী প্রশান্ত কর্মকার জামিননামা ও পাসপোর্ট দাখিল করেন।
সিএমএম আদালতে শাহবাগ থানার সাধারণ কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক নিজামুদ্দিন ফকির এই তথ্য জানান।
এর আগে একই দিন সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহর ভার্চ্যুয়াল আদালত পাসপোর্ট জমা দেওয়ার শর্তে পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
গত ১৭ মে বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিক রোজিনা ইসলাম। তাকে এদিন ছয় ঘণ্টা আটকে রেখে রাত সাড়ে ৮টার দিকে সচিবালয় থেকে পুলিশি পাহারায় শাহবাগ থানায় নেওয়া হয়।
ওইদিন রাতেই রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে। মামলার নম্বর ১৬। দণ্ডবিধি ৩৯৭ এবং ৪১১ অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ১৯২৩ এর ৩/ ৫ এর ধারায় এ মামলা করেন স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব শিব্বির আহমেদ ওসমানী। যেখানে তার বিরুদ্ধে সরকারি নথি সরানো ও ছবি তোলার অভিযোগ দায়ের করা হয়েছে।
এই মামলার একমাত্র আসামি করা হয়েছে রোজিনা ইসলামকে।
আরও পড়ুন>> জামিন পেলেন রোজিনা ইসলাম
** আজই মুক্তি পাবেন রোজিনা, আশা আইনজীবীর
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, মে ২৩, ২০২১
কেআই/এইচএডি/