ঢাকা: রাজধানীর পল্লবীতে ৬ বছর বয়সী ছেলের সামনে সাহিনুদ্দিন নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মামলায় তিন আসামির চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডল রিমান্ডের এই আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন—শরীফ, টিটু ও ইকবাল।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) সৈয়দ ইফতেখার হোসেন আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে আসামিদের চারদিন করে রিমান্ডের আদেশ দেন।
মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালসহ কয়েকজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ। এদের মধ্যে দুইজন দোষ স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন।
গত ১৬ মে পল্লবীতে ৬ বছরের ছেলে মাশরাফির সামনে বাবা সাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। বিকেল সাড়ে ৪টায় পল্লবীর ১২ নম্বর সেকশনের ৩১ নম্বর রোডের ৩৬ নম্বর বাড়ির সামনে ঘটনাটি ঘটে। সাহিনুদ্দিন পল্লবীর ১২ নম্বর সেকশনে সিরামিক রোডের বাসিন্দা।
এ ঘটনায় সাহিনুদ্দিনের মা আকলিমা ২০ জনের নাম উল্লেখ করে পল্লবী থানায় মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, মে ২৩, ২০২১
কেআই/এমজেএফ