ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ফের তিনদিনের রিমান্ডে রফিকুল মাদানী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, মে ২৭, ২০২১
ফের তিনদিনের রিমান্ডে রফিকুল মাদানী

ঢাকা: রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার মামলায় রফিকুল ইসলাম মাদানীর ফের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর ভার্চ্যুয়াল আদালত রিমান্ডের আদেশ এ দেন।

পল্টন থানার এ মামলায় তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। সেই রিমান্ড শুনানির জন্য এদিন রফিকুল ইসলাম মাদানীকে কারাগার থেকে ভার্চ্যুয়ালি উপস্থিত দেখানো হয়। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে বিচারক তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৭ এপ্রিল ভোরে নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দার নিজ বাড়ি থেকে রফিকুল ইসলামকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। এরপর গাজীপুর ও ময়মনসিংহ থানার মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। এরপর ঢাকায় দায়ের করা মতিঝিল থানার দুই মামলায় তার ১১ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

দুই মামলায় রিমান্ড শেষে গত ১০ মে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর পল্টন থানার নাশকতার এ মামলায় তাকে রিমান্ডে নিচ্ছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মে ২৭, ২০২১
কেআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।