ঢাকা: নীলফামারী সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর আবদুল আজিজসহ ১০ জনকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
তাদের জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে বৃহস্পতিবার (২৭ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ভার্চ্যুয়াল আপিল বেঞ্চ এ আদেশ দেন।
গত বছর ২৯ ডিসেম্বর নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের নগরবন জামে মসজিদ থেকে নাশকতা সৃষ্টির জন্য গোপন বৈঠক থেকে জামায়াতের ১৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮টি মোটরসাইকেল, ১২টি মোবাইল ফোন, ৪টি বাইসাইকেল, কিছু বই জব্দ করা হয়। তাদের মধ্য থেকে আবদুল আজিজ, হুমায়ুন কবির, রাশেদুল দেওয়ান, আতিয়ার রহমান, মমতাজ উদ্দিন, মহব্বত আহমেদ, মোমিনুল ইসলাম, আবদুল মতিন, সৈয়দ আহমেদ ও আবদুল হালিম গত ১৪ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে জামিন পান।
পরে তাদের জামিন বাতিল চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। যেটি বৃহস্পতিবার খারিজ হয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মে ২৭, ২০২১
ইএস/ওএইচ/