ঢাকা: আইনজীবী হিসেবে এনরোলমেন্ট (তালিকাভুক্তি) এর জন্য বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
লিখিত পরীক্ষায় মোট পাঁচ হাজার ৩৩৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
গত বছরের ১৯ ডিসেম্বর ও চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৯ মে) রাতে বার কাউন্সিলের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের এখন মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। তখন উত্তীর্ণরা সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে কাজ করতে পারবেন।
বাংলাদেশ সময়: ২৩৫২ ঘণ্টা, মে ২৯, ২০২১
ইএস/এমআরএ