বগুড়া: বগুড়ার সদর উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করে পাঠদান পরিচালনা করায় সৌরভ ইংলিশ টিউটর হোম নামে এক কোচিং সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (০৩ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্টেট নাছিম রেজা।
এক্সিকিউটিভ ম্যাজিস্টেট নাছিম রেজা জানান, সরকারি নির্দেশনা অমান্য করে পাঠদান পরিচালনা করায় সংক্রামক রোগ আইন-২০১৮ অনুযায়ী সৌরভ ইংলিশ টিউটর হোম কোচিং সেন্টারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনার সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী (জেলা পুলিশ ও এপিবিএন) বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জুন ০৩, ২০২১
কেইউএ/কেএআর