ঢাকা: অবসরপ্রাপ্ত বিচারপতি মো. ফারুককে (এম. ফারুক) শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে হাইকোর্ট বিভাগের বিচারকের মর্যাদা ও আর্থিক সুবিধা দিয়ে যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য তাকে ওই পদে নিয়োগ দিয়ে মঙ্গলবার (২৯ জুন) প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আব্দুল হাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২০ ফেব্রুয়ারি মারা গেছেন। এরপর থেকে এই ট্রাইব্যুনালের সদস্য মোসাম্মাৎ জাকিয়া পারভীন চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। গত ১৭ জুন জেলা জজ জাকিয়াকে বদলি করা হয়।
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, জুন ২৯, ২০২১
এমআইএইচ/এমজেএফ