ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, জুলাই ১৫, ২০২১
নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য রিমান্ডে

ঢাকা: নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য শংকর কুমারের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি রিমান্ডের এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলী আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে হাতিরঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রাফাত আরা সুলতানা এ তথ্য জানান।

বুধবার (১৪ জুলাই) রাতে গোপন সংবাদে মগবাজার আবাসিক হোটেল পরশ থেকে তাকে গ্রেফতার করে হাতিরঝিল থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৮টি পাসপোর্ট জব্দ করা হয়।  

পুলিশ সূত্রে জানা গেছে, শংকর দীর্ঘদিন ধরে হোটেলে বসে মগবাজার ও আশপাশের এলাকার বিভিন্ন নারী পাচারকারী চক্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখে। তার টার্গেট ছিল এসব এলাকা থেকে অসহায় সুন্দরী নারীদের বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করা।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০২১
কেআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।