ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সিরাজগঞ্জে ‘লকডাউন’ অমান্য করায় ৭৬ জনের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০২১
সিরাজগঞ্জে ‘লকডাউন’ অমান্য করায় ৭৬ জনের জরিমানা ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: ‘কঠোর লকডাউনেও’ বিনা কারণে বাইরে ঘোরাফেরা করায় সিরাজগঞ্জে ৭৬ জন ব্যক্তিকে বিভিন্ন পরিমাণে মোট ৪৭ হাজার ২৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৫ জুলাই) সকাল থেকে গভীর রাত পর্যন্ত জেলা সদরসহ ৯টি উপজেলায় ১২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার (করোনা সেলের দায়িত্বে) মো. মাসুদুর রহমান সোমবার (২৬ জুলাই) সকালে এসব তথ্য নিশ্চিত করে জানান, করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত ‘কঠোর লকডাউন’ মানাতে সোমবার সকাল থেকে রাত পর্যন্ত জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারদের নেতৃত্বে ৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।  

ভ্রাম্যমাণ আদালতে বিনা কারণে ঘরের বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা, মুখে মাস্ক না পড়াসহ বিভিন্ন অভিযোগে ৬৪টি মামলা দায়ের করা হয়। এসব মামলার ৭৬ জন ব্যক্তিকে বিভিন্ন পরিমাণে মোট ৪৭ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।