ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

হেফাজতকাণ্ড: পটিয়ার ৪ জনের হাইকোর্টে জামিন

স্পেশাল করেসপরেন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, আগস্ট ৫, ২০২১
হেফাজতকাণ্ড: পটিয়ার ৪ জনের হাইকোর্টে জামিন ফাইল ফটো

ঢাকা: এপ্রিলে হেফজতকাণ্ডের সময় চট্টগ্রামের পটিয়া থানায় হামলার মামলায় চারজনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (০৫ আগস্ট) বিচারপতি জে বি এম হাসানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ পৃথক আবেদনে এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন- অ্যাডভোকেট আফসানা রশিদ, এস কে শফিক মাহমুদ ও অশোক কুমার বনিক। রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ও সহকারি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রেজাউল হক।

জামিনপ্রাপ্তরা হলেন- স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবু বকর সুজন, নিকাহ রেজিস্ট্রার কাজী শরিফুদ্দিন মাহমুদ সেলিম ও মো. খোরশেদ আলমসহ চারজন।

গত ২৬ মার্চ বিকেলে হেফাজতের কর্মীরা মিছিল বের করেন। এরপর তারা চট্টগ্রামের পটিয়া থানায় হামলা চালান বলে মামলার অভিযোগে বলা হয়েছে। এ ঘটনায় ৩০ মার্চ পটিয়া থানায় হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় অজ্ঞাত ৭/৮শ নেতাকর্মীকে আসামি করা হয়। এরমধ্যে পুলিশ বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করে। এ চার আসামিকে গত ১০, ১৩, ১৪ ও ২৬ এপ্রিল গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২১
ইএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।