ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

রোগী ভাগিয়ে নেওয়ার দায়ে ১০ দালালের সাজা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
রোগী ভাগিয়ে নেওয়ার দায়ে ১০ দালালের সাজা

রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেওয়ার দায়ে তিন নারীসহ ১০ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে তাদের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

 

এর আগে তাদের আটক করে রাজশাহী র‍্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।

সংশ্লিষ্টরা জানান, দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত আটক নাইম হোসেন (৩২), মো. মোতাসিন (৩৫), মো. ডলার (৩৫), মো. সেলিম (৩৬), মো. সাজ্জাদ (৫১) ও মুসলিমা খাতুনকে (৪০) ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছে। এছাড়া হাদিউল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে ৭ দিন, মো. হুমায়ুনকে (৪২) ১০ দিন এবং রোকেয়া বেগম (৫৫) ও পলি খাতুনকে (২৮) ৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ বলেন, র‍্যাব সদস্যরা তিন নারীসহ ১০ দালাল ও প্রতারককে হাসপাতালের বহির্বিভাগ থেকে আটক করে। তারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিকে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
এসএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।