ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মানবতাবিরোধী অপরাধের মামলায় শহীদুল্লাহ ফকির গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
মানবতাবিরোধী অপরাধের মামলায় শহীদুল্লাহ ফকির গ্রেফতার

ময়মনসিংহ: মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে মো. শহীদুল্লাহ ফকিরকে (৭২) গ্রেফতার করেছে পুলিশ।  

তিনি স্থানীয় পৌরসভা এলাকার কাকনহাটি গ্রামের বাসিন্দা।

তিনি মরহুম মাওলানা কমর উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শেখ জহিরুল ইসলাম মুন্না।  

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি আদেশে বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার কালিবাড়ি রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তবে এর বেশি তথ্য আমাদের কাছে জানা নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ বিষয়ে বিস্তারিত বলতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।