ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ফরিদপুরে ধর্ষণ ও হত্যার দায়ে একজনের ফাঁসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
ফরিদপুরে ধর্ষণ ও হত্যার দায়ে একজনের ফাঁসি

ফরিদপুর: ফরিদপুরে রুপালী খানম (২১) নামে এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণ ও হত্যা মামলায় জিন্দার আলী নামে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক প্রদীপ কুমার এ রায় দেন।

জিন্দার আলী বোয়ালমারী উপজেলার কদমী গ্রামের সালাম শেখের ছেলে।

জানা গেছে, বোয়ালমারী কদমী গ্রামের মনোয়ার শেখের মেয়ে রুপালীকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতেন জিন্দার আলী। পরে জিন্দার আলী রুপালীকে বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাব রাজি না হওয়ায় ২০১০ সালের ২০ মে রুপালী খানম বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরদিন তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের সুরতহাল প্রতিবেদনে ধর্ষণ শেষে হত্যার প্রমাণ মেলে।

ফরিদপুর জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) স্বপন কুমার পাল জানান, সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে দুপুরে আদালত আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।