ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

শিশু ধর্ষণচেষ্টা মামলায় বৃদ্ধের ৫ বছর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
শিশু ধর্ষণচেষ্টা মামলায় বৃদ্ধের ৫ বছর কারাদণ্ড

রাজবাড়ী: রাজবাড়ীতে শিশু ধর্ষণচেষ্টার মামলায় মোকলেছ শেখ নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধকে পাঁচ বছরের সশ্রম করাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও চার মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার এ রায় দেন।

বিষয়টি রাতে নিশ্চিত করেছেন রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উমা সেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মোকলেছ শেখ রাজবাড়ী সদর উপজেলার দ্বাদশী ইউনিয়নর পূর্ব পাকুরিকান্দা গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর দুপুরে ফাঁকা বাড়িতে ওই শিশুকে একা পেয়ে লম্পট মোকলেছ শেখ ধর্ষণচেষ্টা করে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণচেষ্টার একটি মামলা করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উমা সেন জানান, শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ধর্ষক মোকলেছ কে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।