ঢাকা: দিনাজপুরের পার্বতীপুরের শিক্ষার্থী দীপ্তি রানী দাসকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ তার আপিল মঞ্জুর করে রায় দেন।
এ মামলায় দীপ্তিকে আইনি সহায়তা দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র।
আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না, মো. আসাদুজ্জামান, আনিসুল হাসান ও মো. শাহীনুজ্জামান।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ২০২০ সালের ২৮ অক্টোবর দীপ্তির বিরুদ্ধে দিনাজপুরের পার্বতীপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।
একই দিন ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন থেকে দীপ্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে দীপ্তি রাজশাহীর একটি সংশোধন কেন্দ্রে আছে।
ওই মামলায় নিম্ন আদালতে জামিন নামঞ্জুরের পর হাইকোর্টে জামিন চেয়ে আপিল করে দীপ্তি।
আইনজীবী আনিসুল হাসান বলেন, মাইনর গার্ল বিবেচনায় হাইকোর্ট তার আপিল মঞ্জুর করে জামিন দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
ইএস/জেএইচটি