ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বইমেলায় মোবাইল কোর্টের দণ্ড দেওয়ার ভিডিও সরানোর নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, মার্চ ১, ২০২২
বইমেলায় মোবাইল কোর্টের দণ্ড দেওয়ার ভিডিও সরানোর নির্দেশ

ঢাকা: বইমেলায় মাস্ক না পরায় এক নারীকে মোবাইল কোর্টের দণ্ড দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সাত দিনের মধ্যে সরাতে বিটিআরসির প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী বদরুদ্দোজা বাবু।

আদালত বলেছেন, যদি ওই নারী মনে করে মোবাইল কোর্টের দণ্ডটি আইন অনুযায়ী হয়নি, তাহলে সে উপযুক্ত আদালতে প্রতিকার চাইতে পারেন।

গত ২০ ফেব্রুয়ারি মাস্ক না পরে বইমেলায় ঘোরাঘুরি করায় ওই নারীকে দুইশ টাকা অর্থদণ্ড দেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট। এ সময়ের ভিডিওটি পরে ফেসবুকে ছড়িয়ে পড়ে।

পরে হাইকোর্টে রিট করেন আইনজীবী বদরুদ্দোজা বাবু।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, মার্চ ০১, ২০২২
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।