ঢাকা: দেশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হিজাব ও বোরকা পরা নিয়ে হয়রানির অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (০২ জুন) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
৬০ দিনের মধ্যে শিক্ষাসচিব ও স্বরাষ্ট্রসচিবকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। একইসঙ্গে আগামী ১১ আগস্ট শুনানির জন্য পরবর্তী দিন রেখেছেন হাইকোর্ট।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আহসান ও আইনজীবী ইলিয়াছ আলী মণ্ডল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
দেশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ) হিজাব ও বোরকা পরা নিয়ে হয়রানি-হেনস্তার অভিযোগ এনে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে ২০১৯ সালে হাইকোর্ট রিট করেন মোহাম্মদ মাহবুব আলম।
একই বছরের ১ জুলাই সেই রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট।
রুলে নির্ধারিত স্কুলড্রেসের ওপর বোরকা পরায় বিভিন্ন স্কুল ও কলেজে মুসলিম শিক্ষার্থীদের হয়রানি করা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
সেই রিটে আরেকটি আবেদন করা হয়। ওই আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার আদেশ দেন হাইকোর্ট।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জুন ০২, ২০২২
ইএস/এমজেএফ