বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নে অবৈধভাবে ইটভাটা গড়ে তোলা ও ব্যবসা পরিচালনা করার অপরাধে ৩টি ইটভাটা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৫ জুন) বান্দরবান জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমান। রোববার দুপুর থেকে শুরু হয়ে এই অভিযান চলে সন্ধ্যা পর্যন্ত।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মো.ফখর উদ্দিন, জুনিয়র কেমিস্ট মো.আব্দুছ ছালামসহ র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।
অভিযানে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের কে আর ই ব্রিকস, ডি এসবি ব্রিকস, এস এইচ বি ব্রিকসকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়।
পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মো.ফখর উদ্দিন জানান, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১২০৪/২০২২ এর আদেশের প্রেক্ষিতে নিষিদ্ধ এলাকায় বিদ্যমান ইটভাটার বিরুদ্ধে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, জুন ০৬, ২০২২
কেএআর