টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ১০ বছরের শিশুকে বড়ই খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করায় লিয়াকত আলী (৫৮) নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৫ জুলাই) দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।
টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি মোহাম্মদ আব্দুল কুদ্দুস জানান, ২০১৫ সালের ২১ মার্চ বিকেলে চতুর্থ শ্রেণির ওই ছাত্রী বাড়ির পাশে খেলছিল। এসময় লিয়াকত আলী বড়ই খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুটিকে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরদিন শিশুটি স্বজনদের ঘটনাটি জানায়। পরে শিশুটির দাদা ২০১৫ সালের ২ এপ্রিল নাগরপুর থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা নাগরপুর থানার সেই সময়ের উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল হক তদন্ত শেষে ২০১৫ সালের ১৩ জুলাই লিয়াকত আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার তদন্ত কর্মকর্তা, চিকিৎসকসহ মোট আটজন আদালতে সাক্ষ্য দেন। শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় সোমবার এ রায় দেন আদালত।
আসামির পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক। রায় ঘোষণার পর লিয়াকত আলীকে কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
এসআই