ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আইন ও আদালত

ব্যবসায়ীর বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা বাতিল করলেন হাইকোর্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
ব্যবসায়ীর বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা বাতিল করলেন হাইকোর্ট

ঢাকা: সৈয়দ রফিকুল ইসলাম দিলু নামের ঢাকার এক ব্যবসায়ীর বিরুদ্ধে করা ‘মিথ্যা’ মামলা বাতিল করে দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী এবং বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট রিপন বাড়ৈ এবং সঞ্জয় মন্ডল।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিরা তারান্নুম রাবেয়া মিতি।

পরে আইনজীবী মনজিল মোরসেদ জানান, ব্যবসায়িক বিরোধের কারণে ঢাকার ব্যবসায়ী সৈয়দ রফিকুল ইসলামের নামে ২০২০ সালের ৭ অক্টোবর একটি মামলা হয়।

ভুয়া অঙ্গীকারনামা সংযুক্ত করে করা এ মামলায় সি, এম, এম আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এরপর ১৭ অক্টোবর আসামিকে গ্রেফতার করলে আদালত জামিন না দিয়ে জেলখানায় পাঠায়। আট দিন জেল খেটে জামিনে মুক্ত হবার পর খোঁজ নিয়ে জানতে পারেন তার ব্যবসায়ী এক শত্রুকে বাদী বানিয়ে ধানমন্ডির ৫২/ক/১ ঠিকানা ব্যবহার করে মামলাটি দায়ের করা হয়েছে। ধানমন্ডি থানা বিষয়টি তদন্ত করে আদালতে রিপোর্টটি দাখিল করে ঠিকানা ভুয়া সম্পর্কে প্রতিবেদন দেয়। আদালতে আসামি পক্ষ এ ব্যাপারে কোনো প্রতিকার না পেয়ে ফৌজদারি কার্যবিধির ৫৬১ এ ধারায় প্রসিডিংস চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন।

হাইকোর্ট গত বছরের ৬ জুন রুল জারি করেন এবং সিআইডিকে তদন্তের জন্য নির্দেশ দেন। সিআইডি রিপোর্টেও উক্ত ঠিকানা ভুয়া উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়।

শুনানি শেষে হাইকোর্ট মামলাটির কার্যক্রম  বাতিল ঘোষণা করা হয় বলে জানান আইনজীবী মনজিল মোরসেদ।

মনজিল মোরসেদ আরও বলেন,এ রায়ের ফলে ব্যবসায়ী রফিকুল ইসলাম মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
ইএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।