ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ড্যাফোডিল ইউনিভার্সিটির মামলায় কারাগারে সাবেক চেয়ারম্যান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, আগস্ট ১, ২০২২
ড্যাফোডিল ইউনিভার্সিটির মামলায় কারাগারে সাবেক চেয়ারম্যান

সাভার, (ঢাকা): বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইউনিভার্সিটির করা জালিয়াতির মামলায় সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৩১ জুলাই) দুপুরে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারাহানা ইয়াসমিন তার জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল।  

তিনি বলেন, সাভারের ড্যাফোডিল ইউনিভার্সিটির করা মামলায় রোববার দুপুরে জামিন বাতিল করে আদালত সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গ, সাইদুর রহমান সুজনের বিরুদ্ধে জাল দলিল করে জমি বিক্রির অভিযোগে আদালতে মামলা দায়ের করেন ওই ইউনিভার্সিটির উন্নয়ন কর্মকর্তা মুজিবুর রহমান। গত ৫ ডিসেম্বর আদালতের নির্দেশে সাভার মডেল থানায় মামলাটি রুজু হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, আগস্ট ০১, ২০২২
এসএফ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।