জয়পুরহাট: জয়পুরহাট শহরে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ল্যাবের ফ্রিজে ইলিশ মাছ রাখায় একটি ল্যাব অ্যান্ড কনসালটেশন সেন্টারকে জরিমানাসহ সিলগালা করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
চারটি প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা ও একটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুণ্ডু জয়পুরহাট শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ল্যাবের ফ্রিজে ইলিশ মাছ রাখায় শহরের আনারকলি ল্যাব অ্যান্ড কনসালটেশন সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানাসহ ক্লিনিকটি সিলগালা করে দেওয়া হয়।
এছাড়াও শহরের পদ্মা ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালাসহ ৫ হাজার টাকা জরিমানা, শাদমান ক্লিনিককে ৫ হাজার টাকা ও নিউ গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনকল্যাণে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রতীক কুমার কুণ্ডু।
বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
আরএ