হলিউডের জনপ্রিয় অভিনেত্রী লিন্ডসে লোহানকে ৯০ দিনের কারাদণ্ড দিয়েছে আমেরিকার বেভারলি হিলের একটি আদালত। ২০ জুলাই থেকে আদালত এই রায় কার্যকর করার নির্দেশ দিয়েছে।
লিন্ডসে লোহান ২০০৭ সালে মাত্রাতিরিক্ত মদ্যপান ও মাদকসেবনের অভিযোগে ৮৪ মিনিট জেলে ছিলেন। অতঃপর মাদকসেবীদের চিকিৎসা ও পুনর্বাসনের আওতায় নিয়মিত কাউন্সিলিংয়ে অংশ নেয়ার শর্তে তাকে মুক্তি দেওয়া হয়। কিন্তু সেই শর্ত তিনি মানেননি। গত বছরের সেপ্টেম্বর থেকে লোহান কোনো কাউন্সিলিংয়ে যাননি। সাতটি ক্লাসে অনুপস্থিতির কারণে তার মেন্টাল মটিভেশন বাঁধাগ্রস্ত হয়েছে, যা আদালত অবমাননার সমতুল্য। শর্ত অনুযায়ী এখন তাকে তাই এ কারাদণ্ড ভোগ করতে হবে। লিন্ডসে লোহানের আইনজীবীরা এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করার প্রস্তুতি নিচ্ছেন।
বাংলাদেশ স্থানীয় সময় ১৯১৫, জুলাই ০৭ ২০১০