হলিউডের সাড়া জাগানো সায়েন্স ফিকশন মুভি ‘স্টার ট্রেক’। ২০০৯ সালের ব্যবসাসফল এ ছবিটি বাংলাদেশের দর্শকদের জন্য চলতি সপ্তাহ থেকে প্রদর্শিত হচ্ছে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে।
সারা বিশ্বে একসময়ের তুমুল জনপ্রিয় টিভি সিরিয়াল স্টার ট্রেক অবলম্বনে হলিউডে নির্মিত এটি ১১তম ছবি। রবার্ট অর্চি ও অ্যালেক্স কোজম্যানের কাহিনী অবলম্বনে স্টার ট্রাক পরিচালনা করেছেন জে জে আব্রাম। অভিনয়ে রয়েছেন ক্রিস পাইন, জ্যারি কুইনটো, জো সালডানা, সিমন প্ল্যাগ, জেনিফার মরিসন, লিওনার্দো নিমোসহ শতাধিক অভিনয়শিল্পী। প্যারামাউন্ট পিকচার পরিবেশিত এই ছবিটি ৮২তম একাডেমী আওয়ার্ডের ৪টি অস্কার নমিনেশন পেয়েছিল। এর মধ্যে বেস্ট মেকআপ ক্যাটাগরিতে লাভ করে অস্কার। ডিভিডির কল্যাণে বাংলাদেশের বহু দর্শক এরই মাঝে স্টার ট্রেক দেখেছেন। তবে বড়পর্দায় স্টার ট্রেক না দেখলে ছবিটির আসল মজা টের পাওয়া সম্ভব নয়। স্টার সিনেপ্লেক্স এবার বাংলাদেশের সায়েন্স ফিকশন প্রিয় দর্শকদের সেই সুযোগ করে দিয়েছে।
বাংলাদেশ স্থানীয় সময় ১৭৪৯, জুলাই ০৯, ২০১০