হঠাৎ করেই বেশ অসুস্থ হয়ে পড়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আবদুল জব্বার। ৬ অক্টোবর বুধবার তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শিল্পী দীর্ঘদিন যাবৎ তিনি হৃদরোগ ও কিডনি সমস্যায় ভুগছেন। এর আগে তার বুকে বাল্ব সংযোজন করা হয়।
আবদুল জব্বারের সুচিকিৎসার জন্য ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি যথাশীঘ্র সম্ভব উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যেতে পরামর্শ দিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তার সুচিকিৎসায় বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। এজন্য তার পরিবার দেশবাসীর কাছে সহায়তা কামনা করেছেন।
সালাম সালাম হাজার সালাম, ওরে নীল দরিয়া, দু জাহানের মালিক তুমি, মুখ দেখে ভুল করো নাসহ অসংখ্য গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন এই শিল্পী।
বাংলাদেশ স্থানীয় সময় ১৯৪৩, অক্টোবর ০৭, ২০১০