‘আমরা শিল্পী বিপুল ভট্টাচার্যকে বলতে চাই, আপনার সাথে আছেন দেশের সাধারণ জনগণ, আছেন বরেণ্য শিল্পীরা এবং দেশের প্রধানমন্ত্রীও আপনার পাশে আছেন। আগামীকাল প্রধানমন্ত্রীর দফতর থেকেও বিপুল ভট্টাচার্যের জন্য একটি ঘোষণা আসবে।
অনুষ্ঠান শুরু হয় তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ নির্মিত মুক্তিযুদ্ধের প্রামাণ্য চলচ্চিত্র ‘মুক্তির গানে’র প্রদর্শনীর মাধ্যমে। তারপর শুরু হয় সঙ্গীতানুষ্ঠান।
বিপুল ভট্টাচার্য ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে অনেক দিন ধরে চিকিৎসাধীন। তার চিকিৎসার ব্যয় বহন করা পরিবার-পরিজনদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই চিকিৎসার তহবিল গঠনের উদ্দেশ্যে তার পাশে দাঁড়িয়েছেন সতীর্থ শিল্পীরা ।
‘ধনে ধান্যে পুষ্পে ভরা’ গানটি যৌথভাবে পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠানে গান পরিবেশন করেন প্রবীণ শিল্পী তিমির নন্দী, খুরশিদ আলম, ইন্দ্রমোহন রাজবংশীসহ ‘মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থার’ বেশ কয়েকজন সদস্য। এছাড়া গান পরিবেশন করেন শিল্পী কৃষ্ণকলি ইসলাম ও সজীব।
অনুষ্ঠানে টিকিটের মূল্যমান ছিল ১০০ টাকা। অনুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ তার চিকিৎসার জন্য ব্যয় করা হবে।