ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

পূজায় টিভি চ্যানেলের আয়োজন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১০

ষষ্ঠীপূজার মাধ্যমে ১৩ অক্টোবর বুধবার থেকে শুরু হয়েছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। বিসর্জনের মাধ্যমে দশমী দুর্গাপূজা শেষ হবে ১৭ অক্টোবর রোববার।

  এ পূজা এখন হিন্দু সম্প্রদায় ছাড়িয়ে বাঙালির সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। তাই এ পূজাকে আরো আনন্দময় করতে কয়েকটি টিভি চ্যানেল বর্ণিল আয়োজনে সাজিয়েছে তাদের অনুষ্ঠানমালা।

একুশে টিভি

১৬ অক্টোবর, শনিবার
নবমীর দিন সকাল ৯টা ৩০ মিনিটে শুভ বিজয়া ॥ সকাল  ১০টা ৩০ মিনিটে বিশেষ  নাটক ‘অন্তর্দাহ’ ॥  দুপুর ১২টা ৩০ মিনিটে বিশেষ অনুষ্ঠান মা বন্দনা ॥ দুপুর ১টা ৩০ মিনিটে বাংলা সিনেমা বিরাজ বউ ॥ রাত ১০টা ১০ মিনিটে বিশেষ নাটক সৌদামিনী । পরিচালনা : রুলিন রহমান । অভিনয় : তারিক আনাম, তানিয়া আহমেদসহ আরো অনেকে ॥   

১৭ অক্টোবর, রোববার
সকাল ১০টা ২ মিনিটে বিশেষ নাটক সন্ধ্যালোকে যাত্রা। পরিচালনায় : অহিদুজ্জামান ডায়মন্ড। অভিনয় : জয়ন্ত চট্টোপাধ্যায়, ওয়াহিদা মল্লিক জলি, বন্যা মির্জাসহ আরো অনেকে ॥ সকাল ১১টায় বিশেষ প্রামাণ্যচিত্র ঐতিহ্যে বাঙালির দেবালয়। অনুষ্ঠানটিতে সারা বাংলাদেশের বিভিন্ন দুর্গাপূজার আয়োজন তুলে ধরা হবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাখাওয়াত লিটন ॥ দুপুর সাড়ে  ১২টায় বিশেষ অনুষ্ঠান শারদীয় উৎসব। ষষ্ঠী থেকে দশমীর দিনগুলোর নানা কৃত্য, উপাচার, দেবী বিসর্জন নিয়ে এ প্রামাণ্য অনুষ্ঠান। উপস্থাপনায় : পূজা সেনগুপ্ত।   প্রযোজনা : মাসুদুল হাসান রনি ॥ বেলা ১টা ৩০ মিনিটে বিশেষ বাংলা সিনেমা রামের সুমতি।

বৈশাখী টিভি

দুর্গাপূজা উপলে বৈশাখী টিভি তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। ১৫ অক্টোবর অষ্টমীর দিন সকালে রয়েছে ‘কুমারী পূজার ইতিকথা’। দুপুরে প্রচার করা হবে চলচ্চিত্র ‘দেবদাস’। নবমীর দিন রয়েছে চলচ্চিত্র ‘বিরাজ বৌ’। সন্ধ্যায় থাকবে ‘পূজার স্মৃতি’ ও ‘শ্রীকৃষ্ণের পালা’। দশমীর দিন রয়েছে ‘বনানী পূজার সাংস্কৃতিক অনুষ্ঠান’, চলচ্চিত্র ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ এবং টেলিছবি ‘তোমরা ভুলে গেছ মল্লিকাদির নাম’।

দেশ টিভি

১৫ অক্টোবর শুক্রবার
দুপুর ৩টায় ছায়াছবি প্রিয়তমেষু। পরিচালক : মোরশেদুল ইসলাম। গল্প : হুমায়ূন আহমেদ। চিত্রনাট্য : বরকত আল মারুফ। অভিনয়ে : আফসানা মিমি, তৌকির আহমেদ, সোহানা সাবা, মুরাদ পারভেজ, গাজী রাকায়েত, হুমায়ুন ফরিদী, দিতি, ড. ইনামুল হক প্রমুখ ॥  

রাত ৭টা ৪৫ মিনিটে সেলিব্রেটি শো যা কিছু প্রথম। অতিথি : কুমার বিশ্বজিৎ ॥  রাত ৯টা ৪৫ মিনিটে  শারদীয় দুর্গা পূজার বিশেষ নাটক বিজয়া । নাট্যরূপ : সৈয়দ জিয়া ও  পরিচালনা : গোলাম সোহরাব দোদুল। অভিনয় : আবুল হায়াত, সাবেরী আলম, ফারহানা মিলি, রাহুল আনন্দ, দীপান্বিতা হালদার, জয়রাজ প্রমুখ ॥  রাত ১১টা ৪৫ মিনিটে : বিশেষ ঈষড়ংব ঁঢ় ঈধষষ- এর গান (দলছুট)॥

১৬ অক্টোবর, শনিবার
বেলা ১২টায় শারদীয় দুর্গাপূজার বিশেষ আয়োজন অকাল বোধন ॥  সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বনানী পূজাম-প থেকে সরাসরি সম্প্রচার হবে শারদীয় দুর্গাপূজার বিশেষ আয়োজন ॥

১৭ অক্টোবর, রবিবার
 সকাল ১১টায় পুণ্যমহিমায় তুমি ধ্রুবতারা ॥  দুপুর ৩টায়  বিশেষ পালাগান জহর মালা সুন্দরী ॥ বিকেল সাড়ে ৪টায়  বাউল অ্যান্ড ফিউশন ॥ সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে : বাজাও বাংলা মায়ের বোল ॥  রাত ৯টা ৪৫ মিনিটে বিশেষ সঙ্গীতানুষ্ঠান হৈমন্তী শুকার গান॥  রাত ১১টা ৪৫ মিনিটে বিশেষ টক শো: সার্বজনীন শারদীয় ॥

এনটিভি

১৫ অক্টোবর শুক্রবার শারদীয় দুর্গাপূজা উপলে দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘শাপমোচন’। ফাল্গুনী মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে টেলিফিল্মটির নাট্যরূপ ও পরিচালনা করেছেন এস এম দুলাল। অভিনয়ে : চাঁদনী, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাসুদ আলী খান, দিতি, রোকেয়া প্রাচী, নাসিম প্রমুখ।

আরটিভি

দশমীর দিন ১৭ অক্টোবর রাত ৯টায় প্রচারিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ছুটি’ গল্প অবলম্বনে নাটক ‘ছুটি’।

এছাড়া অন্যান্য টিভি চ্যানেলও দশমীর দিন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৪১৫, অক্টোবর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।