বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ও প্রথম চলচ্চিত্রবিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক এবং বাংলাদেশের প্রথম শিশু চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর পরিচালক ফজলুল হক। তার স্মরণে ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০১০ ঘোষণা করা হয়েছে।
এ বছর পুরস্কার পাচ্ছেন চলচ্চিত্র সাংবাদিকতায় চিন্ময় মুৎসুদ্দী এবং চলচ্চিত্র পরিচালনায় মোরশেদুল ইসলাম। ১৩ অক্টোবর এ পুরস্কার ঘোষণা করেন ফজলুল হক স্মৃতি কমিটি।
এর আগে সাংবাদিকতায় এই পুরস্কার পেয়েছেন আহমেদ জামান চৌধুরী, সৈয়দ শামসুল হক, ফজল শাহাবুদ্দিন, রফিকুজ্জামান, হীরেন দে, আবদুর রহমান; চলচ্চিত্র পরিচালনার জন্য পেয়েছেন সুভাষ দত্ত, হুমায়ূন আহমেদ, চাষী নজরুল ইসলাম, আমজাদ হোসেন, সাইদুল আনাম টুটুল এবং গোলাম রব্বানী বিপ্লব।
২৬ অক্টোবর ফজলুল হকের ২১তম মৃত্যুবার্ষিকী উপলে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেওয়া হবে।
বাংলাদেশ স্থানীয় সময় ০০৩০, অক্টোবর ১৫, ২০১০