ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

তালিকার শীর্ষে ‘জ্যাকাস থ্রিডি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১০

অভিনেতা জনি নক্সভিল ও তার বন্ধুদের নতুন ছবি ‘জ্যাকাস থ্রিডি’ এসেই জয় করে নিল ইউএস বক্স অফিস। শুরুতেই আয় করে নিল ৫০ মিলিয়ন মার্কিন ডলার।

এ মাসে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ আয়-রেকর্ড।

এর আগে ২০০২ সালে ‘জ্যাকাস : দি মুভি’ শুরুতেই আয় করেছিল প্রায় ২৩ মিলিয়ন মার্কিন ডলার। আর ‘জ্যাকাস নাম্বার টু’ ২০০৬ সালে শুরুতেই আয় করে ২৯ মিলিয়ন মার্কিন ডলার।

নক্সভিল তার অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন ‘জ্যাকাস’ টিভি সিরিজের মাধ্যমে। প্রথমে এটি দেখানো হয়েছিল এমটিভিতে।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাকশন কমেডি ‘রেড’। তবে টানা দুই সপ্তাহ তালিকার শীর্ষে থাকার পর তৃতীয় স্থানে নেমে এসেছে ফেসবুক ফিল্ম ‘দি সোশ্যাল নেটওয়ার্ক’।

বাংলাদেশ স্থানীয় সময় ২০৫০, অক্টোবর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।