আরটিভি প্রযোজিত নতুন পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘এইতো ভালোবাসা’। এ ছবির গান নিয়ে বের হওয়া অডিও অ্যালবামের প্রকাশনা উৎসব ১৩ নভেম্বর শনিবার এফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্স এ অনুষ্ঠিত হয় ।
অ্যালবামে গান গেয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় শিল্পীরা। এর মধ্যে আছেন- কুমার বিশ্বজিৎ, এস আই টুটুল, বাপ্পা মজুমদার, ন্যান্সি, হৃদয় খান, আরেফিন রুমি, কনা এবং পড়শি। বাড়তি পাওনা হিসেবে শ্রোতাদের জন্য থাকছে একটি ইন্সট্রোমেন্টাল গান।
ছবির কাহিনীর প্রয়োজনে গানগুলো কিন্তু প্রতিটিগানেই আছে আলাদা গল্প। খুঁজে ফিরি, চিঠি, ও জান আমার, বলোনা ভালোবাসি, এই তো ভালবাসা, চোরাবালি হলো অ্যালবামের গানের শিরোনাম। তিনটি গান গাওয়া হয়েছে দ্বৈত ভাবে । কুমার বিশ্বজিৎ এর সাথে গেয়েছেন কনা । এস আই টুটুল ও আরেফিন রুমির সাথে কন্ঠ দিয়েছেন ন্যান্সি।
গানগুলো লিখেছেন শফিক তুহিন, জাহিদ আকবর, গুঞ্জন চৌধুরী, সুমন ইমদাদ, প্রিন্স এবং পরিচালক নিজে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম বলেন Ñ এইতো ভালোবাসা সিনেমার মাধ্যমে আরটিভি আরেকটি নতুন যাত্রা শুরু করলো । ভবিষ্যতে আরটিভি আরও রুচিশীল এবং ভালো ভালো সিনেমা উপহার দেবে। আমরা চাইবো তরুণরা যে ছবি নির্মাণ করছে তা যেনো পরিবারের সবাই মিলে দেখতে পারে ।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আরটিভির অনুষ্ঠান প্রধান মিনহাজুর রহমান, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সাহ সভাপতি খোরশেদ আলম খসরু, পরিচালক নার্গিস আক্তার, এস এ হক অলিক, মুস্তফা কামাল রাজ এবং এ ছবির পরিচালক শাহীন কবির টুটুল। অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন অভিনেতা সিদ্দিকুর রহমান।
বাংলাদেশ স্থানীয় সময় ১৮৩১, নভেম্বর ১৩, ২০১০