পাবনা: পাবনায় ২৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব’। উৎসবের উদ্বোধন করবেন নায়ক রাজ রাজ্জাক।
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি সুচিত্রা সেনের স্মৃতিকে ধরে রাখতে পাবনার ‘সুচিত্রা সেন স্মৃতি সংরণ পরিষদ’ এই উৎসবের আয়োজন করেছে। সুচিত্রার জন্মস্থান ও শৈশব-কৈশোরের স্মৃতি বিজড়িত পাবনায় দ্বিতীয়বারের মতো এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
৩ ডিসেম্বর পর্যন্ত এই উৎসব চলবে।
উৎসবে আলোচনা সভা ও প্রতিদিন সুচিত্রা সেন অভিনীত সর্বাধিক জনপ্রিয় চলচ্চিত্রগুলো প্রদর্শন করা হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল মুক্তমঞ্চ প্রাঙ্গনে উৎসব চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। বাংলা চলচ্চিত্রের আর এক কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাক ২৬ নভেম্বর চলচ্চিত্র উৎসব উদ্বোধন করতে পাবনায় আসবেন। তার সঙ্গে থাকবেন আরও কয়েকজন স্বনামধন্য চিত্র পরিচালক, অভিনেতা-অভিনেত্রী।
‘সূচিত্রা সেন স্মৃতি সংরণ পরিষদ’ এর আহবায়ক এম সাইদুল হক চুন্নু বাংলানিউজকে জানান, এরই মধ্যে আয়োজক কমিটির একাধিক প্রস্তুতি বৈঠক করা হয়েছে। ঈদের পর ব্যাপক প্রচারণা চালানো হবে। নায়ক রাজ রাজ্জাক দ্বিতীয়বারের মতো আয়োজিত এই চলচ্চিত্র উৎসব উদ্বোধন করবেন বলে প্রাথমিক সম্মতি জ্ঞাপন করেছেন’।
এই চলচ্চিত্র উৎসব পাবনাবাসীকে এবার ঈদের আনন্দ অনেকখানি বাড়িয়ে দেবে বলে তিনি আশা করেন।
বাংলাদেশ সময় : ২৩১৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১০