ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

কেনেডিকে নিয়ে ছবি : প্রযোজক ডিকেপ্রিও

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১০

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম সফল প্রেসিডেন্ট জন এফ কেনেডি। ১৯৬৩ সালের ২২ নভেম্বর আততায়ীর গুলিতে নিহত আমেরিকার ৩৫তম এই প্রেসিডেন্টের রহস্যজনক হত্যাকাণ্ড নিয়ে হলিউডে নির্মিত হচ্ছে ছবি।

‘লিগ্যাসি অফ সিক্রেসি’ নামের এই ছবিটি প্রযোজনা করছেন হলিউড সুপারস্টার লিওনার্দো ডিকেপ্রিও।

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক মর্মান্তিক ঘটনা হলো প্রেসিডেন্ট জন এফ কেনেডির মৃত্যু। মাফিয়া গডফাদার কার্লোস মার্সিলোর গুলিতে প্রেসিডেন্ট নিহত হয়েছেন, এ কথা জানে বিশ্ববাসী। কিন্তু কেনেডির প্রতি তার আক্রোশের সূচনা এখনো অনেকের কাছে রয়ে গেছে অজানা। এ বিষয়ে সিআইএর আছে সহস্রাধিক তদন্ত প্রতিবেদন। কেনেডির হত্যাকাণ্ড আর তার পেছনের ঘটনা নিয়ে ‘লিগ্যাসি অফ সিক্রেসি’ ছবিটি পরিচালনা করছেন ল্যামার ওয়ার্ল্ডন ও থম হার্টম্যান। এ ছবির মধ্য দিয়েই প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন লিওনার্দো ডিকেপ্রিও।

প্রযোজনার পাশাপাশি ডিকেপ্রিও এ ছবিতে এফবিআইর তদন্তকারী অফিসারের ভূমিকায় অভিনয়ও করবেন। ছবির অন্য সব ঐতিহাসিক চরিত্রে কারা অভিনয় করছেন তা এখনো ঘোষণা করা হয়নি।

জন এফ কেনেডির মৃত্যুর ৫০ বছর পূর্তি উপলক্ষে ২০১৩ সালের নভেম্বরে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে ‘লিগ্যাসি অফ সিক্রেসি’ ছবিটির নির্মাণকাজ শিগগিরই শুরু হচ্ছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৩১০, নভেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।