তৃণমূল কংগ্রেস প্রধান তথা ভারতের রেলমন্ত্রী মমতা ব্যানাজির্র জীবন ও লড়াই নিয়ে এবার চলচ্চিত্র নির্মাণ হচ্ছে কলকাতার টালিউডে। বিদ্যুৎ সরকারের পরিচালনায় নির্মিত ‘দিদি’ নামের এই ছবিটি পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই মুক্তি পাচ্ছে।
ছবির পরিচালক বিদ্যুৎ সরকার বাংলানিউজকে জানিয়েছেন, সদ্য প্রয়াত পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময় থেকে শুরু হয়ে নকশাল আন্দোলন ও বর্তমান বামজমানার ৩৪ বছর নিয়ে গড়ে ওঠেছে এই ছবির প্রেক্ষাপট।
তিনি বলেন, ছবিটির কেন্দ্রীয় চরিত্র মমতাদির চরিত্রে অভিনয় করছেন নতুন অভিনেত্রী রুমা বন্দ্যোপাধ্যায়। অবশ্য ছবিতে দিদির চরিত্রটির নাম হচ্ছে মায়া ব্যানার্জি। ২০ নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হচ্ছে কলকাতার পাশ্ববর্তী লোকেশন পৈলানে।
অনেকেই মনে করছেন, মমতা বানার্জির জনপ্রিয়তা এবং তার প্রতি আমজনতার সহানুভূতিকে কাজে লাগিয়ে পরিবর্তনের হাওয়ায় ছবির বাজার ধরতেই পরিচালক বিদ্যুৎ সরকারের এই উদ্যোগ।
জানা গেছে, বাণিজ্যিকভাবে ‘দিদি’ ছবিটির চিত্রনাট্য করা হয়েছে। ছবিটিতে থাকছে নন্দীগ্রাম থেকে জঙ্গলমহলের আন্দোলন, ২৬ দিনের কলকাতার রাজপথে অনশন।
তবে ছবির শেষ দৃশ্যে তিনি মুখ্যমন্ত্রীর শপথ নিচ্ছেন, এটা রাখা হয় নি। ‘উই শ্যাল ওভার কাম’ গানটি দিয়ে ছবিটির সমাপ্তি টানা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২০, ২০ নভেম্বর, ২০১০