ভারতের পুনায় তিন দিনব্যাপী ১৭তম আন্তর্জাতিক নাট্যোৎসবে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছে ঢাকা থিয়েটারের প্রযোজনা ‘বিনোদিনী’। এতে একক অভিনয় করেছেন মঞ্চকুসুম শিমূল ইউসুফ।
উৎসবে ‘বিনোদিনী’ প্রভূত প্রশংসা অর্জন করেছে। পাশাপাশি এতে অভিনয় ও সঙ্গীত পরিচালনার জন্য শিমূল ইউসুফ পৃথকভাবে শ্রেষ্ঠ অভিনেত্রী ও শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের পুরস্কার অর্জন করেছেন। উৎসবে শ্রেষ্ঠ নাট্যনির্দেশকের পুরস্কার পেয়েছেন নাসির উদ্দীন ইউসুফ। ২০ নভেম্বর সন্ধ্যায় এটি মঞ্চায়িত হয়।
ঢাকা থিয়েটার সব সময়ই লিখিত নাট্যের প্রযোজনা করলেও ‘বিনোদিনী’ ব্যতিক্রম। বিনোদিনী দাসীর আত্মজীবনী ‘আমার কথা’ ও ‘আমার অভিনেত্রী জীবন’ থেকে সম্পাদনার মাধ্যমে এর মঞ্চরূপ তৈরি করা হয়েছে। প্রযোজনাটির মুখ্য উপদেষ্টা ছিলেন সেলিম আল দীন। তিনি এ প্রযোজনার মুখবন্ধও লিখেছেন। এর গ্রন্থনা ও গবেষণা করেছেন সাইমন জাকারিয়া। এটি ঢাকা থিয়েটারের ৩১তম প্রযোজনা।
বাংলাদেশ স্থানীয় সময় ১৪৪০, নভেম্বর ২৪, ২০১০