বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ভারতীয় দূতাবাসের ইন্দিরা গান্ধি সাংস্কৃতিক কেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজিত আট দিনব্যাপী ভারতীয় সাংস্কৃতিক উৎসব ‘আনন্দযজ্ঞ’ শুরু হয়েছে ২৬ নভেম্বর। উৎসবটির বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর বিভিন্ন স্থানে।
উৎসবে অংশ নেওয়ার জন্য আয়োজকরা আমন্ত্রণ জানিয়েছিলেন বিশ্ববিখ্যাত সঙ্গীতগুরু ওস্তাদ রশিদ খানকে। সেই অনুযায়ী রশিদ খানের উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করার কথা ছিল ঢাকার জাতীয় নাট্যশালায় ৩০ নভেম্বর এবং রাজশাহীর মেডিক্যাল কলেজ হলে ২ ডিসেম্বর।
তবে গতকাল ভারতীয় দূতাবাস থেকে পাঠানো ই-মেইলে জানানো হয় অনিবার্য কারণবশত ওস্তাদ রশিদ খান এই সাংস্কৃতিক উৎসবে যোগ দিতে বাংলাদেশে আসতে পারছেন না।
বাংলাদেশ স্থানীয় সময় ১৪১১, নভেম্বর ২৯, ২০১০