‘চেতনার মন্ত্রে মুক্ত হোক শৃঙ্খল’ স্লোগান নিয়ে সিলেটের নাট্যসংগঠন নাট্যমঞ্চ আয়োজন করছে সপ্তাহব্যাপী জাতীয় নাট্যোৎসব।
সংগঠনটির ২০ বছর পূর্তি উপলক্ষে এ নাট্যোৎসব শুরু হচ্ছে ০১ ডিসেম্বর বুধবার থেকে।
সংগঠন সূত্র জানায়, উৎসবের উদ্বোধনী দিনে আয়োজক সংগঠন নাট্যমঞ্চ মঞ্চস্থ করবে আজিজুস সামান ডনের রচিত ও নিহারেন্দু কর নির্দেশিত নাটক ‘কালান্তর’। পরের দিন চট্টগ্রামের ‘উত্তরাধিকার’ হাসান আজিজুল হকের গল্পে আমিনুর রহমান মুকুলের নাট্যরূপ ও মঈন উদ্দিন কোহেলের নির্দেশনায় মঞ্চে আনবে নাটক ‘মন তার শঙ্খিনী’। উৎসবের তৃতীয় দিন রাজশাহীর অনুশীলন নাট্যদল পরিবেশন করবে মলয় ভৌমিকের রচনা ও নির্দেশিত নাটক ‘ভূমিকন্যা’। চতুর্থ দিন বিবর্তন যশোর আবদুল্লাহেল মাহমুদের রচনা ও ফয়েজ জহিরের নির্দেশনায় পরিবেশন করবে নাটক ‘কৈবর্তগাথা’। পঞ্চম দিন রংপুরের শিখা সংসদ মঞ্চস্থ করবে ‘সদগতি’ ও ‘অভিনয়’ নামের দুটি নাটক। দুটি নাটকেরই নির্দেশনা দিয়ছেন বেণী মাধব মল্লিক। ষষ্ঠ দিন বরিশালের শব্দাবলী পরিবেশন করবে সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে সুনন্দ বাসারের নাট্যরূপে ও সৈয়দ দুলালের নির্দেশনায় নাটক ‘নীল ময়ূরের যৌবন’।
নাট্যোৎসবের শেষ দিন ৭ ডিসেম্বর ঢাকা থিয়েটার পরিবেশন করবে নাটক ‘বিনোদিনী’। বিনোদিনী নাটকের একক অভিনয়, সুর ও সঙ্গীতে রয়েছেন প্রখ্যাত নাট্যশিল্পী শিমুল ইউসূফ। নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দিন ইউসুফ।
প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় নাটকের মঞ্চায়ন শুরু হবে। এ ছাড়া উৎসবে প্রতিদিন একজন করে মোট সাতজন মুক্তিযোদ্ধাকে নাট্যমঞ্চ সম্মাননা প্রদান করবে।
উৎসবের আহ্বায়ক রজত কান্তি গুপ্ত ও সদস্য সচিব দেবব্রত চৌধুরী লিটন প্রথমবারের মতো আয়োজিত এ নাট্যোৎসব সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ স্থানীয় সময় ১৬২৫, ডিসেম্বর ০১, ২০১০