ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

জাসাসের কমিটিতে নিজের নাম দেখে বিস্মিত ফেরদৌস আরা

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১০

সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৩১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির নাম ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে রয়েছে বিশিষ্ট নজরুলসঙ্গীত শিল্পী ফেরদৌস আরার নাম।

জাসাসের উপদেষ্টা কমিটিতে নিজের এই নাম থাকা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ফেরদৌস আরা।

এ বিষয়ে তিনি বাংলানিউজকে বলেন, আমি কোনো ধরনের দলীয় রাজনীতির সঙ্গে জড়িত নই। আমি একজন সঙ্গীতশিল্পী, গান নিয়ে সাধনা করাই আমার কাজ। দেশের সঙ্গীত ভুবনকে সমৃদ্ধ করে তোলার জন্য আমি কাজ করে যাচ্ছি। কোনও রাজনৈতিক দল বা দলের অঙ্গসংগঠনের সঙ্গে আমার যোগাযোগ নেই। এমন কি শিল্পীদের মধ্যে নানারকম দল বা সংগঠন আছে, আমি সবসময় সেগুলোও এড়িয়ে চলেছি। আসলে আমি কোনও দলাদলির মধ্যে যেতে চাই না।

তিনি জাসাসের উপদেষ্টা কমিটিতে নিজের নাম থাকায় বিস্ময় প্রকাশ করে বলেন, আমাকে না জানিয়ে কেউ হয়তো আমার নাম ঢুকিয়ে দিয়েছে। আমি এর বিরুদ্ধে তীব্র আপত্তি জানাচ্ছি। কারণ সঙ্গীতসাধনাই আমার কাজ, আর নজরুল সঙ্গীতই আমার চলার পথের প্রথম ও শেষ পাথেয়।

বাংলাদেশ সময় ১১২০, ডিসেম্বর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।