ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

শিল্পকলা একাডেমীর বিজয় উৎসব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০

বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজন করেছে চার দিনব্যাপী বিজয় উৎসবের। ১৩ ডিসেম্বর সোমবার বিকেল ৩টা থেকে শুরু হবে এ উৎসব।

এ আয়োজনে থাকবে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক, নাটকের পোস্টার  এবং  ছবি প্রদর্শনী। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে নাটক।

জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এ উৎসব উদ্বোধন করবেন একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী। ১৬ ডিসে¤¦র  বৃহস্পতিবার শেষ হবে এ উৎসব। নাটকের পোস্টার  এবং  ছবি প্রদর্শনী হবে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের লবিতে।


কবে কোন নাটক

১৩ ডিসেম্বর সোমবার, নাটক : কথা ’৭১, নির্দেশনা : দেবাশীষ ঘোষ,  পরিবেশনায়: ঢাকা পদাতিক।
১৪ ডিসেম্বর মঙ্গলবার, নাটক : সেইসব দিনগুলো, নির্দেশনা : লাকী ইনাম, পরিবেশনায় : নাগরিক নাট্যাঙ্গন।
১৫ ডিসেম্বর বুধবার, নাটক : বলদ, নির্দেশনা : খ. ম. হারুণ, পরিবেশনায় : থিয়েটার।
১৬ ডিসেম্বর বৃহস্পতিবার, নাটক : খেতমজুর খৈমুদ্দিন, নির্দেশনা : গোলাম সারোয়ার, পরিবেশনায় : বাংলাদেশ শিল্পকলা একাডেমী।

বাংলাদেশ স্থানীয় সময় ২০২১, ডিসেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।