শুরু হচ্ছে বিজিএমইএ আয়োজিত পোশাকশিল্পীদের গানের প্রতিযোগিতা ‘গর্ব’র ফলাফল পর্ব। দুই পর্বের এ অনুষ্ঠানে ৪৩ জন প্রতিযোগী থেকে বাছাই করে নেওয়া হবে ২৫ জনকে।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলে উৎসর্গকৃত এ পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ।
এবারের পর্বে তিনি এবং বিচারকদের মধ্যে মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল, উপস্থাপক পীযূষ বন্দ্যোপাধ্যায়, প্যানেল বিচারক ফকির আলমগীর, হাসান মতিউর রহমান একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে স্মৃতিচারণ করবেন। কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন নিজের গাওয়া শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদের বিভিন্ন গান নিয়ে তার অনুভূতির কথা জানাবেন।
বাংলাভিশনে এ অনুষ্ঠান প্রচার হবে আজ ১৪ ডিসেম্বর মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটে। প্রতি সপ্তাহের শনি ও মঙ্গলবার প্রচার হচ্ছে পোশাকশিল্পীদের গানের প্রতিযোগেতা ‘গর্ব।
বাংলাদেশ স্থানীয় সময় ১৩৪০, ডিসেম্বর ১৪, ২০১০