বিজয় অর্জনের ৪০ বছর উপলক্ষে টাপুর টুপুর সংগঠন আয়োজন করেছে চার দিনব্যাপী চলচ্চিত্র উৎসব। ‘মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র উৎসব ২০১০’ শিরোনামের এ উৎসবটি শুরু হবে ১৫ ডিসেম্বর বুধবার।
নয় মাসের মুক্তিযুদ্ধের নানা ঘটনা নিয়ে তৈরি হয়েছে অনেক চলচ্চিত্র। আছে এর আগে ও পরের ঘটনা নিয়ে ও ছবি। এর মধ্য থেকে ১৩টি ছবি প্রদর্শন করা হবে এ উৎসবে।
১৫ ডিসেম্বর বুধবার বিকেল ৩টায় দেখানো হবে ‘নরসুন্দর’ এবং ‘স্টপ জেনোসাইড’, বিকেল সাড়ে ৫টায় ‘আগামী’, সন্ধ্যা ৭টায় ‘আগুনের পরশমণি’।
১৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় দেখানো হবে ‘মুক্তির গান’ ও ‘মুক্তির কথা’, বিকেল ৫টায় ‘রাবেয়া’, সন্ধ্যা ৭টায় ‘জয়যাত্রা’।
১৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় দেখানো হবে শিশুতোষ চলচ্চিত্র ‘শরৎ একাত্তর’, বিকেল সাড়ে ৫টায় উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী।
১৮ ডিসেম্বর শুক্রবার বিকেল ৩টায় ‘একাত্তরের যীশু’, বিকেল ৫টায় ‘খেলাঘর’, সন্ধ্যা ৭টায় ‘শ্যামল ছায়া’।
বাংলাদেশ সময় ১৮৩০, ডিসেম্বর ১৪, ২০১০