ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১০

ভারতের সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র তৈরি হয়েছিল এই বছর। সাড়া জাগানো তামিল সায়েন্স ফিকশন ছবি ‘রোবট’-এর কথা বছর শেষে আবার পাঠকদের একটু মনে করিয়ে দিতে চাই।

তামিল ভাষায় তৈরি এই ছবিটি ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ছবি। খরচ হয়েছিল ১৭৫ কোটি ভারতীয় রুপি।

এস শঙ্কর পরিচালিত ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল ১ অক্টোবর। তারপর বক্স অফিসে দেখায় সাফল্য। ছবিটির তেলেগু ও হিন্দি সংস্করণও বেশ সাফল্য দেখায় বক্স অফিসে।

৬১ বছর বয়সী তামিল সুপারস্টার রজনীকান্ত অভিনয় করেছেন একজন বিজ্ঞানী ও রোবটের চরিত্রে। তার সহশিল্পী ছিলেন ঐশ্বরিয়া রায়।

রজনীকান্ত তার অভিনয়ের জন্য নিয়েছিলেন ৪৫ কোটি ভারতীয় রুপি। এর ফলে এশিয়াতে জ্যাকি চ্যাংয়ের পর তিনিই সবচেয়ে দামি শিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন।

দুই বছর ধরে চলেছিল ‘রোবট’-এর শুটিংয়ের কাজ। শুটিং হয়েছিল ভিয়েনা, পেরুর মাচু পিচু, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারতের বিভিন্ন স্থানে।

বাংলাদেশ সময় ১৮৩৬, ডিসেম্বর ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।